নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমায় অসাধারণ অভিনয় ও বাংলা সংস্কৃতিতে অনবদ্য ভূমিকা রাখায় অস্ট্রেলিয়ায় ‘আইকনিক অ্যাক্টর’ উপাধিতে ভূষিত করা হয় অভিনেতা মাহফুজ আহমেদকে।
২০ আগস্ট পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের ল্যাংফোর্ডের ফিউশন ইভেন্ট সেন্টারে আড়ম্বরপূর্ণ পরিবেশে এই উপাধি ও প্রাতিষ্ঠানিকভাবে মাহফুজের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। বেঙ্গল মিডিয়ার উদ্যোগে আয়োজিত এই আয়োজনে পার্থের বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের মূল অংশজুড়ে ছিল মাহফুজ বন্দনা; ছিল মাহফুজের ওপর নির্মিত বিশেষ প্রতিবেদন। সম্মাননা পেয়ে আপ্লুত মাহফুজ আহমেদ সবার উদ্দেশে বলেন, ‘আপনারা যে বাংলাদেশ রেখে এসেছেন, তা বদলে গেছে।অনেক এগিয়েছে, সেই সঙ্গে এগিয়েছে চলচ্চিত্রও।’
অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশে বাংলা সিনেমার এমন জোয়ার আগে দেখেননি বলেও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে পার্থে বাংলা সংস্কৃতি বিকাশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাহফুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জেরী প্রিন্ট অ্যান্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী কামরুল হাসান শায়ক, ড. আবু সিদ্দিক, ডা. শাহেদীন শহীদ, ডা. আনিসুর রহমান, ডা. মায়া, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান সেলিম, সাব্বির হোসাইন, মলি সিদ্দিকা, শহীদুল ইসলামসহ অনেকে।
Posted ১:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter