সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুয়া-মিথ্যা মামলা করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

ভুয়া-মিথ্যা মামলা করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ভুয়া ও মিথ্যা মামলা করা ব্যক্তিদের বিরুদ্ধে বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে এটা আমি অস্বীকার করবো না। আমি এখনো বলি ভুয়া এবং মিথ্যা মামলা হচ্ছে। ভুয়া এবং মিথ্যা মামলা যাতে না হয়, সেজন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। যারা ভুয়া ও মিথ্যা মামলা করতেছেন তাদের বিরুদ্ধে আমরা বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেব।’

আপনি বলেন, ‘ভুয়া ও মিথ্যা মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা যাতে হেনস্থার শিকার না হন সেজন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয়, ওই কমিটিও সেটা দেখবে।’

‘আমরা একটা প্রস্তাব দিয়েছি সেটা এখনো ফাইনাল হয়নি। প্রত্যেক জেলায় জেলায় ডিসি, এসপি সাহেবরা থাকবেন। আইন কর্মকর্তারা থাকবেন, তারা সবাই মিলে নিরূপণ করবেন প্রকৃত অবস্থা কি।’

১-১৬ ডিসেম্বর পর্যন্ত আইন-শৃঙ্খলা নিয়ে আপনারা উদ্বিগ্ন কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা আইন-শৃঙ্খলার ব্যাপারে কোন উদ্বিগ্ন নই। আইনশৃঙ্খলা পরিস্থিতি আল্লায় দিলে একটা স্যাটিসফ্যাক্টরি অবস্থায় চলে এসেছে। আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে।’
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

আওয়ামী লীগ কোন ধরনের অরাজকতা করতে পারে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যে কেউ কোনো অরাজকতা করলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com