নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব মালিকানাধীন সব বিদ্যমান জমি পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মালিকানাধীন সমস্ত বিদ্যমান জমি পুনর্মূল্যায়ন করা হবে। পুনঃমূল্যায়নের উদ্দেশ্য হল কোম্পানির হিসাব বহিতে সম্পদের ন্যায্যমূল্য প্রতিফলিন করার লক্ষ্যে সমস্ত বিদ্যমান জমি পুনর্মূল্যায়ন করা হচ্ছে।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। ‘এ’ ক্যাটাগরির এ ব্যাংকটির অনুমদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪৭ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী, কোম্পানির উদ্যোক্তা পরিচালকের হাতে ৫৭.৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২০.০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২২.১৬ শতাংশ শেয়ার রয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy