সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘রোজার মাসের জন্য সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনও সংকট হবে না।’ শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রমজানে পণ্যমূল্য বাড়ানো অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে বলেন মন্ত্রী বলেন, ‘অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আর কোনোদিন নির্বাচন হবে না। বিএনপির মনের আশা কোনোদিন পূরণ হবে না। আমাদের সরকারের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই। বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির পায়ের নিচে মাটি নেই। তাদের দ্বারা আর উন্নয়ন সম্ভব নয়।

‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা আবার পাঁয়তারা করছে। তাদের মনের আশা কোনোদিন পূরণ হবে না। এ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের কোনও বিকল্প নেই।’

পুনর্মিলনী অনুষ্ঠানে ৭৫ বছরের পুরনো বিদ্যালয়টির দুই হাজারের বেশি নবীন-প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com