নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
গেলো ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সোশ্যাল হ্যান্ডেলে একটি রহস্যজনক বার্তা দেন চিত্রনায়িকা পরীমণি। সেটা এরকম- ‘কালকের (১৭ সেপ্টেম্বর) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! একটি… (স্বাক্ষরের ইমোজি)। আল্লাহ ভরসা।’
এমন বার্তা থেকে দুটো ভাবনার উদয় হয় নেটিজেনদের মনে। প্রথমটা ইতিবাচক, নতুন কোনও সিনেমায় হয়ত যুক্ত হচ্ছেন তিনি। সেটারই আগাম ইঙ্গিত দিলেন। আবার কেউ কেউ আশঙ্কা করছিলেন, ব্যক্তিগত জীবনে কোনও বড় সিদ্ধান্ত নিতে চললেন কিনা!
সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রথম প্রহরে রহস্য উন্মোচন করলেন পরী। না, আশঙ্কার বার্তা নয়, দিলেন সুখবরই। নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর। যেটার নাম ‘ডোডোর গল্প’। নির্মাণ করছেন রেজা ঘটক। এর মাধ্যমেই মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি কাটিয়ে পুরোদমে সিনেমায় ফিরলেন নায়িকা।
সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন পরীমণি। এ নিয়ে তার ভাষ্য, ‘অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। গল্পটির জন্য চার মাস সময় নিয়েছি, প্রস্তুত হয়েছি।’
২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় প্রযোজক হিসেবে রয়েছে জি-সিরিজ। অক্টোবরের প্রথম সপ্তাহেই এর শুটিং শুরু হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। তবে পরীর সঙ্গে ছবিতে কাকে দেখা যাবে, সেটা এখনই খোলাসা করতে নারাজ তারা।
নির্মাতা রেজা ঘটক বলেন, ‘এতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। সিনেমার মূল চরিত্র কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্য ধারণ হবে। আগামী ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।’
সিনেমাটির প্রযোজক এবং জি সিরিজ-এর কর্ণধার নাজমুল হক ভূঁইয়া (খালেদ) বলেছেন, ‘চমৎকার গল্পের একটি সিনেমা। সরকারি অনুদানের পাশাপাশি আমরা প্রযোজনায় যুক্ত থাকতে পেরে আনন্দিত। আশা করছি দর্শক সুন্দর একটি ছবি পেতে যাচ্ছে।’
Posted ১:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy