নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যাল ও সাভার রিফ্র্যাক্টরিজ।
গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.০৪ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ০.০৯ টাকা।
গ্লোবাল হেভি কেমিক্যাল: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৯০ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ৩.৮৭ টাকা।
সাভার রিফ্র্যাক্টরিজ: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.০১ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১.৬০ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ২.৪১ টাকা।
Posted ১:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy