সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি সংশ্লিষ্ট সকলকে জলাশয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় বুয়েটের কাউন্সিল ভবন অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা স্বচ্ছ এবং জনমুখী করার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, সাধারণ নাগরিকরা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান। তাদের জন্য আপনাদের সেবাটা স্বচ্ছ এবং জনমুখী করুন। প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নিন।

ঢাকার গণপরিবহনকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবার আমরা পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্ট বা পরিবর্তন করতে বাস মালিকদের ৬ মাসের সময় দিয়েছি। তাদের বলে দিয়েছি দরকার হলে সহজ শর্তে আপনাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে।

তিনি বলেন, বিগত ৫৩ বছরে শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা আমরা ঠিক করতে পারিনি। বর্জ্য ব্যবস্থাপনা আমাদের প্রায়োরিটি হবে না কেন? যদি ক্যান্টনমেন্টের ভেতরে হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভেতর যেখানে সেখানে ময়লা না ফেলে থাকতে পারি তাহলে বাকি শহর কেন আমরা সাজাতে পারলাম না। শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার আহ্বান।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. এবিএম বদরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২০ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com