নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
তৈরিপোশাক খাত থেকে রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ আসছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর হোটেল র্যাডিসনে আয়োজিত বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ শীর্ষক সংশোধিত প্রকল্পের আওতায় ‘বঙ্গবন্ধু ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার ফর লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার’ এবং ‘সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ সেন্টার নির্মাণ কাজের চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বেসরকারি খাত, বিশেষ করে রপ্তানিকারকরা অর্থনীতির বড় চালিকা শক্তি। মানসম্পন্ন বহুমুখী পণ্যের মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।
বাণিজ্যমন্ত্রী জানান, টেকনোলজি সেন্টার দুটি স্থাপিত হলে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা সহজেই অত্যাধুনিক ও বিশ্বমানের টেকনোলজির সঙ্গে পরিচিত হতে পারবেন। এখান থেকে সেবা নিয়ে উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো ও পণ্যের গুণগত মান উন্নয়নের মাধ্যমে রপ্তানি বাণিজ্যে আমাদের শক্তি ও সামর্থ্য অনেকাংশে বৃদ্ধি পাবে।
তিনি বলেন, রপ্তানি বাজার খুবই স্বল্প সংখ্যক পণ্যে সীমাবদ্ধ। শুধু তৈরি পোশাক খাত থেকে আমাদের রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ আসছে। পক্ষান্তরে রপ্তানি বাজারও সীমিত। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
গাজীপুরের কাশিমপুরে ৫ একর জমিতে ‘বঙ্গবন্ধু ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার ফর লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার’ এবং গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি-তে ৫.২ একর জমিতে ‘সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ নির্মিত হবে।
চুক্তি সই অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকী বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
Posted ২:২২ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy