নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কোম্পানি দুটির মুনাফা কমেছে। মুনাফা কমায় শেয়ারহোল্ডাররাও লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছেন। কোম্পানি দুটির আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
রোববার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, বিএসআরএম স্টিলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯২ পয়সা। সেই হিসাবে কোম্পানির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২৯৭ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা।
এর আগের বছর ২০২২ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৭২ পয়সা। সে বছর মুনাফা হয়েছিল ৩২৭ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৮০০ টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৩০ কোটি টাকা মুনাফা কমেছে।
মুনাফা কমায় শেয়ারহোল্ডারদেরও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছর শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ গত বছরের তুলনায় ৫ শতাংশ নগদ লভ্যাংশ কম দিয়েছে বিএসআরএম স্টিলস।
একই গ্রুপের অপর কোম্পানি বিএসআরএম লিমিটেড ৩০ জুন সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৯ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৯১ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৯৪৯ টাকা।
সেখান থেকে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ ২৯ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৬২৬ শেয়ারের বিপরীতে ৭৪ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৫৬৫ টাকা মুনাফা দেবে কোম্পানিটি।
এর আগের বছর বিএসআরএমের কর-পরবর্তী মুনাফা হয়েছিল ৩০৮ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৩২ টাকা। সে বছর কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১০ টাকা ৩৪ পয়সা।
৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪০ টাকা ৪৬ পয়সা।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
desharthonity.com | Rina Sristy