নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
প্রথমবারের মতো এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছেন বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের অপরাজিত চ্যাম্পিয়ন বক্সার সুর কৃষ্ণ চাকমা। ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে এ শিরোপা জেতেন সুর কৃষ্ণ চাকমা।
আসরের লড়াইটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু আট রাউন্ডের বাউটে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজেয় থাকার ছন্দটা ধরে রাখেন সুরো কৃষ্ণ।বাংলাদেশের প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সসেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের (বিবিএফ) উদ্যোগে হয়েছে এবারের চ্যাম্পিয়নশিপ। ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, বিকাশের ব্র্যান্ড এনডোর্সার সুর কৃষ্ণ চাকমা। দেশের মানুষদের উজ্জীবিত করতে অদম্য শক্তির প্রতীক হিসেবে ‘আমার বিকাশ ঠেকায় কে’ গানের ভিডিওর প্রধান চরিত্র হিসেবে অংশ নেন তিনি। —বিজ্ঞপ্তি
Posted ১:১৬ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩
desharthonity.com | munny akter