সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এসএমই মার্কেট নিয়ে রিট নিষ্পত্তি

ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে ৩০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে ৩০ লাখ টাকা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

পুঁজিবাজারে স্বল্পমূলধনি কোম্পানিগুলোর প্লাটফর্ম এসএমই মার্কেটে লেনদেনের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ২০ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। তবে রিট নিষ্পত্তি শেষে এ বিষয়ে বিএসইসির আদেশ বহাল রেখেছেন উচ্চ আদালত। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

তথ্যানুসারে, এসএমই মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৩০ লাখ টাকা ন্যূনতম বিনিয়োগসংক্রান্ত বিএসইসির আদেশ উচ্চ আদালতে বহাল থাকার কারণে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে। এর পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমার শর্ত পরিপালনের আহ্বান জানিয়েছে স্টক এক্সচেঞ্জ।

গত বছরের ২৭ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৮৩৩ তম কমিশন সভায় এসএমই মার্কেটে লেনদেনের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ২০ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়। পুরনো যোগ্য বিনিয়োগকারীদের জন্য এ সিদ্ধান্ত পরিপালনের ক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগসীমা ২০ লাখ থেকে ৩০ লাখ টাকায় উন্নীত করতে তিন মাস সময় দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ২২ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে বিএসইসি।

তবে বিএসইসির এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর দিলকুশার বাসিন্দা মো. রাজু হাসানের পক্ষে এ বিষয়ে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবূ অ্যাডভোকেট মোস্তফা কামাল। রিটের শুনানি শেষে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে বিএসইসির পক্ষ থেকে আপিল করে বিএসইসি। আপিল নিষ্পত্তি শেষে এ বিষয়ে বিএসইসির আদেশ বহাল রেখেছেন উচ্চ আদালত।

২০২১ সালের সেপ্টেম্বরে বেঙ্গল বিস্কুটস, ওয়ান্ডারল্যান্ড টয়স, এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস, মাস্টারফিড এগ্রোটেক, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ ও হিমাদ্রি লিমিটেডকে নিয়ে যাত্রা করে এসএমই মার্কেট। বর্তমানে এ মার্কেটে ১৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বেঙ্গল বিস্কুটস, ওয়ান্ডারল্যান্ড টয়স, এপেক্স ওয়েভিং, হিমাদ্রি লিমিটেড ও ইউসূফ ফ্লাওয়ার মিলসকে ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে এসএমই প্লাটফর্মে স্থানান্তর করা হয়েছে। বাকি ১২ কোম্পানি এ মার্কেটে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে নতুন করে তালিকাভুক্ত হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দুদিন ধরে ডিএসইর এসএমই সূচক নিম্নমুখী অবস্থানে রয়েছে। এর মধ্যে গতকাল ডিএসএমইএক্স সূচকটি আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ১ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইর এসএমই মার্কেটে ৪ কোটি ২৬ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com