নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে দেশে কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে। শুধুমাত্র দেশি মুদ্রায় নয়, বিদেশি মুদ্রায়ও বেড়েছে কার্ডে খরচের প্রবণতা। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশিরা বিদেশে গিয়ে কার্ড ব্যবহার করে বৈদেশিক মুদ্রায় লেনদেন করেছেন ৬ হাজার ৬৯৪ কোটি টাকা। যেখানে আগের ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৯৪৪ কোটি টাকা ছিলো। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশে গিয়ে কার্ডে বৈদেশিক মুদ্রার খরচের প্রবণতা বেড়েছে ১২৭ শতাংশ, যা পরিমাণে ৩ হাজার ৭৫০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কার্ডে খরচের পাশাপাশি লেনদেনের সংখ্যাও বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে মোট লেনদেন হয়েছে ৯২ লাখ ৩৭ হাজার। এর আগের অর্থবছরে লেনদেনের সংখ্যা ছিল ৫৬ লাখ ৯০ হাজার। অর্থাৎ এক বছরে লেনদেনের সংখ্যা বেড়েছে ৩৫ লাখ ৪৭ হাজার।
বিদেশে গিয়ে একজন বাংলাদেশি সাধারণত এক বছরে ১২ হাজার ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। নগদ বৈদেশিক মুদ্রা কিংবা কার্ড ব্যবহার করে এই পরিমাণ অর্থ খরচের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
গত ফেব্রুয়ারিতে ভারত ভ্রমণে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭৩ কোটি টাকা খরচ করেছেন। মার্চে তা বেড়ে দাঁড়ায় ১০৩ কোটি টাকার সমপরিমাণ অর্থ। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারত ভ্রমণে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭৩ কোটি টাকার সমপরিমাণ অর্থ খরচ করেছেন। পরের মাসে, অর্থাৎ মার্চে এভাবে অর্থ ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০৩ কোটি টাকার সমপরিমাণ অর্থ। ভারতের পর বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে গিয়ে বেশি খরচ করেন। এর পরের অবস্থানে রয়েছে থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সিঙ্গাপুর, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কানাডা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া।
Posted ৮:০৮ অপরাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy