নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
নারায়ণগঞ্জে রয়েল টোব্যাকো নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ লাখ শলাকা অবৈধ সিগারেট ও ২০ লাখ পিস নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে র্যাব।
শনিবার (২ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ র্যাব-১১ এর একটি দল এই অভিযান চালায়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট চারজনকে ১৫ দিনের জেল দেন। জব্দ করা নকল ব্যান্ডরোল সংযুক্ত অবৈধ সিগারেট ধ্বংস করেন।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল রয়েল টোব্যাকো। সরকার নির্ধারিত সিগারেটের সর্বনিম্ন মূল্য ৪৫ টাকা হলেও তারা ১৫-২০ টাকা প্যাকেট সিগারেট বিক্রি করেছিল। অথচ সিগারেটের প্যাকেট প্রতি সরকারের ৩০ টাকা রাজস্ব পাওয়ার কথা। পরিবেশ ছাড়পত্রও নেই রয়াল টোব্যাকোর।
অভিযানকালে ভোক্তা অধিদপ্তরের নারায়ণগঞ্জের কর্মকর্তা সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন।
Posted ১:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | munny akter