নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত ২৬ জুলাই থেকে কোম্পানির গ্যাস মিটারের কানেকশন বন্ধ রয়েছে।
বুধবার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গ্যাস সরবরাহ বন্ধের কারণে কোম্পানিটির ডাইং বিভাগের উৎপাদন বন্ধ রয়েছে। তবে কোম্পানিটির অন্যান্য বিভাগের উৎপাদন চালু রয়েছে।
প্রসঙ্গত, ঢাকা ডাইংয়ের শেয়ার বুধবার ডিএসইতে সর্বশেষ ১৩.২০ টাকা দরে লেনদেন হচ্ছে। কোম্পানিটি তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমদিত মূলধন ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৮৭ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। ১০ টাকা ফেসভ্যালু হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৪৫৩টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.১০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২০.২৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদেরে হাতে ৪৯.২৪ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter