সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্র্যাক ব্যাংকের ‘বি+’ ক্রেডিট রেটিং অর্জন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট

ব্র্যাক ব্যাংকের ‘বি+’ ক্রেডিট রেটিং অর্জন

ব্র্যাক ব্যাংক আবারো মার্কিন ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসে ‘স্ট্যাবল’ (স্থিতিশীল) অবস্থানের সঙ্গে ‘বি+’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। সাম্প্রতিক ব্যাংকিং ইন্ডাস্ট্রি কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্টে বাংলাদেশের শিল্পের ঝুঁকিপ্রবণতা ‘স্ট্যাবল’ থেকে ‘নেগেটিভ’-এ অবনমিত হওয়া সত্ত্বেও এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস ‘স্ট্যাবল’ অবস্থানের সঙ্গে ব্র্যাক ব্যাংকের ‘বি+’ দৃঢ় ক্রেডিট রেটিং বজায় রেখেছে।

ব্র্যাক ব্যাংক সম্পর্কে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস একটি বিবৃতিতে বলে, ‘‌ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি এটিকে তার রিটেইল রেমিট্যান্স এবং রফতানিমুখী গ্রাহকদের অর্জিত বৈদেশিক মুদ্রাপ্রাপ্তিতে সক্ষম করে তুলেছে। এটি ব্যাংক খাতে বিরাজমান মার্কিন ডলার তহবিলের চাপ কিছুটা হলেও কমাতে সাহায্য করছে। আমরা বিশ্বাস করি যে ব্যাংকটি বাংলাদেশে বিরাজমান চ্যালেঞ্জিং পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে পার করার পাশাপাশি আগামী ১২ থেকে ১৮ মাস নিজেদের শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রাখবে।’

 

ক্রেডিট রেটিং সম্পর্কে বলতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘‌এ অর্জন আমাদের মূলধন ভিত, সম্পদের গুণমান, সুশাসন এবং তারল্যের অবস্থান বৃদ্ধিতে আমাদের অটল প্রতিশ্রুতির অকাট্য প্রমাণ। এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস কর্তৃক স্বীকৃতি পাওয়া একমাত্র বাংলাদেশী কোম্পানি হতে পেরে আমরা সত্যিই অনেক গর্ববোধ করছি।’

তিনি আরো বলেন, ‘‌এ গৌরবপূর্ণ মুহূর্তে আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, সহকর্মী, রেগুলেটর, বোর্ড মেম্বার এবং সব স্টেকহোল্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের অবিচল আস্থা এবং সমর্থন আমাদের এ ধরনের বড় অর্জনের মূল চাবিকাঠি।’ —বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com