নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আজ ঢাকারশেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে লেনদেনও। তবে আজকের বিশেষ দিক হলো, দিনের প্রথম ৩০ মিনিটেই লেনদেন ১০০ কোটি টাকার ছাড়িয়েছে।
খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেসব খাতের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, সেই সব খাতের কোম্পানি মূল্যবৃদ্ধিতে এগিয়ে থাকছে। গত কয়েক দিন ধরে লেনদেনের শীর্ষ তালিকায় থাকছে সোনালি পেপার; এই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, সে কারণে কাগজ খাতের অন্যান্য কোম্পানির শেয়ারের দামও আজ বাড়ছে।
এ ছাড়া তথ্য প্রযুক্তি খাত মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে। অন্যান্য খাতের কোম্পানির শেয়ারের মূল্য সেভাবে বাড়েনি।
ফলে সূচকও আজ চাঙা; প্রথম ঘণ্টায় বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ দশমিক ৩৫ পয়েন্ট, ডিএসইএস বেড়েছে ৩ দশমিক ৩৫ পয়েন্ট, ডিএস ৩০ সূচক বেড়েছে ৮ দশমিক ২৫ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় লেনদেনের শীর্ষে আছে ফু ওয়াং ফুড; প্রথম এক ঘণ্টায় এই কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ২৪ কোটি ২০ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা সোনালি পেপারের লেনদেন হয়েছে ১১ কোটি টাকার; তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর লেনদেন হয়েছে ৯ দশমিক ৪২ কোটি টাকার।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter