নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের ব্যবসায়িক পরিস্থিতিতে বেশ কয়েক বছর ধরেই নিম্মমুখিতা বিরাজ করছে। ২০১৭-১৮ হিসাব বছর থেকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা টানা কমতে দেখা দেছে। এমনকি সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকেও (জুলাই-মার্চ) কোম্পানিটির নিট মুনাফা কমেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৭-১৮ হিসাব বছরে দেশ গার্মেন্টসের বিক্রি হয়েছিল ৫৩ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা হয়েছিল ৩৭ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির বিক্রি বেড়েছিল ৪২ দশমিক ৬১ শতাংশ। ২০১৮-১৯ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি হয়েছিল ৬৭ কোটি ১২ লাখ টাকা। এ বিক্রি আগের হিসাব বছরের চেয়ে ২৫ দশমিক ২৬ শতাংশ বেশি। ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি হয়েছিল ৪৩ কোটি ৪০ লাখ টাকা। আগের হিসাব বছরের চেয়ে এ বিক্রি ৩৫ দশমিক ৩৪ শতাংশ কম ছিল। ২০২০-২১ হিসাব বছরে কোম্পানির মুনাফা হয়েছিল ৩০ লাখ টাকা, যা আগের হিসাব বছরের তুলনায় ৪ দশমিক ৩৩ শতাংশ কম। সর্বশেষ প্রকাশিত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল মাত্র ৩ লাখ টাকা। এ মুনাফা আগের হিসাব বছরের চেয়ে ৮৮ দশমিক ৫১ শতাংশ কম।
এদিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ের চেয়ে এ মুনাফা ২৪ দশমিক ৪৩ শতাংশ কম। আগের হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৬৬ লাখ টাকা।
দেশের রফতানিমুখী তৈরী পোশাক শিল্পের পথিকৃৎ দেশ গার্মেন্টস ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি ও পরিশোধিত মূলধন ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা।
রিজার্ভে রয়েছে ৬ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮২ লাখ ৮৮ হাজার ৩৪২। এর মধ্যে ৫৪ দশমিক ৯৯ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কাছে ২ দশমিক ৮২ ও বাকি ৪২ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
Posted ১২:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter