নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ জুলাই ২০২৩ | প্রিন্ট
বিশ্ববাজারে গমের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে ইউক্রেনের বন্দরগামী জাহাজগুলোকে রামিয়া সম্ভাব্য সামরিক টার্গেট হিসেবে বিবেচনার ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে গমের দাম বাড়তে থাকে। খবর বিবিসি’র।
জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি থেকে সরে আসার পর এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। সংস্থাটির সাথে স্বাক্ষরিত চুক্তিতে কৃষ্ণ সাগরকে শস্য আমদানি-রপ্তানির জাহাজ চলাচলের নিরাপদ পথ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
কৃষ্ণ সাগর অঞ্চলটি বিশ্বব্যাপী শস্য বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এ অঞ্চল থেকে শস্য আমদানি-রপ্তানিতে কোনো ব্যাঘাত বিশ্বব্যাপী খাদ্য সুরক্ষা ও পণ্যমূল্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাডাম হজ জানায়, রাশিয়া বেসামরিক জাহাজে আঘাত হানার পরিকল্পনা করতে পারে। ফলে পরিস্থিতি সামনে আরো গুরুতর ও জটিল হতে পারে। বর্তমানে ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম প্রতি টনে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। অন্যদিকে ভুট্টার দামও ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ফেব্রæয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমনের পর মার্কিন গমের দাম ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এটি শস্যবাজারে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে।
রাশিয়ার এমন ঘোষণার ফলে ইউক্রেন থেকে ইথিওপিয়া, ইয়েমেন ও আফগানিস্তানের মতো দেশগুলোয় গমের জোগান নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এসব দেশ প্রায় ৭ লাখ ২৫ হাজার টনেরও বেশি গম আমদানি করে।
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার হুমকির কারণে কৃষ্ণসাগর থেকে সব জলবাহিত শস্যের জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে, যা রাশিয়ান ও ইউক্রেন উভয়েরই শস্য রপ্তানিকে প্রভাবিত করতে পারে।
Posted ১:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy