নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অংশীজনের অংশগ্রহণে ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ সভা (এপ্রিল-জুন) ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন) কুমিল্লা শহরের একটি হোটেলে অনুষ্ঠিত সভা ও গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান কার্যালয়ের নৈতিকতা কমিটির আহ্বায়ক মো. আফজাল করিম।
জেনারেল ম্যানেজারস অফিস কুমিল্লার জেনারেল ম্যানেজার মো. শরিয়ত উল্লাহ্-এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন, জেনারেল ম্যানেজার ও ব্যাংকের শুদ্ধাচার ফোকাল পয়েন্ট মো. সাফায়েত হোসেন পাটওয়ারী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও বিকল্প শুদ্ধাচার ফোকাল পয়েন্ট বীথি আক্তার, জিএম অফিস কুমিল্লার আওতাধীন সব কার্যালয়ের প্রধান, সব জেলা শাখার প্রধান, পাঁচজন ঋণ সুবিধাভোগী, পাঁচজন আমানতকারী ও তিনজন অন্যান্য সুবিধাভোগীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১:০৪ অপরাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩
desharthonity.com | Rina Sristy