নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
ভৌগলিক অবস্থানগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক অগ্রগতির সাফল্যে বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর নজরেও রয়েছে বাংলাদেশ।
বুধবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
গভর্নরের ভাষ্য মতে, বিশ্বব্যাপী বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। অনেক সংস্থা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে এবার বিশ্বব্যাংক গ্রুপের আইএমএফ-এর বসন্তকালীন সভায় দুটি নতুন জায়গা থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ইনভেস্টরস ফোরাম ও আটলান্টিক রিসার্চ গ্রুপ গভর্নরকে আমন্ত্রণ জানিয়েছে। তাদের সঙ্গে গভর্নরের মিটিংও হয়েছে।
আব্দুর রউফ তালুকদার বলেন, এই দুটি সংস্থার সঙ্গে আমার বৈঠক হয়েছে। বাংলাদেশ নিয়ে তাদের ব্যাপক আগ্রহ রয়েছে। যুক্তরাষ্ট্র ইনভেস্ট ফোরাম বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। এ ক্ষেত্রে তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য আরও ভালো পরিবেশ চান। বিশেষ করে, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বড় বাজার রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতির বিষয়ে তাদের আরও জানার আগ্রহ রয়েছে। আমি সেই বিষয়গুলোই বিস্তৃতভাবে তাদের জানিয়েছি।
গভর্নর বলেন, আটলান্টিক রিসার্চ গ্রুপও আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমাদের দেশ নিয়ে তাদেরও আগ্রহ রয়েছে। বাংলাদেশের কোভিড পরবর্তী সময়ের অর্থনীতি বিষয়গুলো নিয়ে তারা রিসার্চ করেছে। সেখানে তারা বাংলাদেশের অর্থনীতির শক্ত অবস্থানের বিষয়টি তুলে এনেছে।
তিনি বলেন, আমি কোভিডকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতি ধরে রাখার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তাদের অবহিত করেছি। সরকারের সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ও প্রণোদনায় ক্ষুদ্র, মাঝারি এবং ব্যবসায়ীদের সহযোগিতার বিষয়ে সংস্থাটিকে জানিয়েছি। তারা বাংলাদেশের অর্থনীতির বিষয়ে আগ্রহী। বাংলাদেশের অর্থনীতি বা উন্নয়ন নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ তৈরি হচ্ছে।
Posted ১০:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy