সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৩২৩ কোটি ডলারে ক্রেডিট সুইস কিনে নিচ্ছে ইউবিএস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট

৩২৩ কোটি ডলারে ক্রেডিট সুইস কিনে নিচ্ছে ইউবিএস

সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক কিনে নিচ্ছে দেশটির আরেক বৃহৎ ব্যাংক ইউবিএস। ৩২৩ কোটি ডলারে ১৬৭ বছরের পুরোনো ব্যাংক ক্রেডিট সুইসকে কিনে নিচ্ছে ইউবিএস। সেই সঙ্গে তারা ব্যাংকটির ৫৪০ কোটি ডলারে ক্ষতির দায়ও নেবে।

গত সপ্তাহে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইস তারল্য বাড়াতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নেয়। এরপরই জানা যায়, ক্রেডিট সুইসকে ইউবিএস এজির সঙ্গে একীভূত হওয়ার পরামর্শ দিয়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। তারই ধারাবাহিকতায় ইউবিএস ব্যাংক রোববার ক্রেডিট সুইসকে কেনার প্রস্তাব দেয়।

গত রাতেই জানা যায়, ইউবিএস প্রথমে মাত্র ১০০ কোটি মার্কিন ডলারে ক্রেডিট সুইসকে কিনে নেওয়ার প্রস্তাব দিলে তারা রাজি হয়নি। পরে দাম বাড়িয়ে ৩২৩ কোটি ডলার নির্ধারণ করা হয়। তাতে ক্রেডিট সুইস রাজি হয়।

এ ঘটনায় আজ সোমবার সকালে এশিয়ার শেয়ারবাজারে কিছুটা চাঙা ভাব দেখা যায়।

এক বিবৃতিতে সুইস ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, ইউবিএস আজ সোমবার ক্রেডিট সুইস ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে সুইজারল্যান্ডের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং সুইস অর্থনীতি রক্ষা পাবে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, তারা ইউবিএস ও ক্রেডিট সুইসকে ১০৮ বিলিয়ন ডলার বা ১০ হাজার ৮০০ কোটি ডলার তারল্য সুবিধা দেবে।

এ ঘটনায় ক্রেডিট সুইসের বন্ডহোল্ডাররা ক্ষতির মুখে পড়বেন। সুইজারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত, ক্রেডিট সুইসের ১ হাজার ৭০০ কোটি ডলার অভিহিত মূল্যের বন্ডের মূল্য শূন্য গণনা করা হবে। যদিও বন্ডহোল্ডাররা ভেবেছিলেন, শেয়ারহোল্ডারদের চেয়ে তাঁরা বেশি সুরক্ষা পাবেন।

এদিকে ইউবিএসের চেয়ারম্যান কেহেলার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রেডিট সুইসের বিনিয়োগ ব্যাংক বন্ধ করে দেওয়া হবে। তাঁর আশা, ২০২৭ সালের মধ্যে তাঁরা ব্যয় কমাত পারবেন ৭০০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের দুটি বড় ব্যাংক বন্ধ হওয়ার রেশ কাটতে না কাটতেই সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের তারল্যসংকটে পড়ার খবর প্রকাশ পায়। সব মিলিয়ে গত সপ্তাহে বিশ্বব্যাপী আর্থিক খাত আতঙ্কে কাটায়। বিশেষ করে শঙ্কিত বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের বন্ধ হওয়া দুই ব্যাংক ও ক্রেডিট সুসির শেয়ার ছেড়ে দিতে থাকেন। ফলে এসব প্রতিষ্ঠানের শেয়ারদরে ব্যাপক পতন ঘটে। এ রকম পরিস্থিতিতে সুইস কেন্দ্রীয় ব্যাংক তারল্যের জোগান দিয়ে ক্রেডিট সুসিকে টিকিয়ে রাখার চেষ্টা করে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পাওয়ার খবরে ক্রেডিট সুসির শেয়ারদর বাড়লেও শুক্রবার আবার তাদের শেয়ারদর ৮ শতাংশ কমে ১ দশমিক ৮৬ ফ্রাঁতে নেমে গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com