নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ মার্চ ২০২৪ | প্রিন্ট
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, অফশোর বিডিংয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে সব ধরনের ট্যাক্স থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। এবার অনেক সুবিধা দেওয়ায় বিদেশি কোম্পানি আরও বেশি আগ্রহী হবে।
সোমবার (১১ মার্চ) পেট্রোবাংলা ভবনে আয়োজিত অফশোর বিডিং অ্যারাউন্ড শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি বিভাগের সচিব নুরুল আমিন প্রমুখ।
তৌফিক-ই-ইলাহী বলেন, বাইরে কিছু লোক রয়েছে যারা বিডিং নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। আমরা তাদের মুখে ছাই ঘষে দিতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আগের অভিজ্ঞতার আলোকে এবার বিডিংয়ে বেশ কিছু আকর্ষণীয় দিক রয়েছে। ব্রেন্ট ক্রুডের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে। এতে ক্রুডের দাম বেড়ে গেলে অংশগ্রহণকারী কিছু সুবিধা পাবে আবার দাম কমলে আমরা সুবিধা পাবো। এতে তারা উৎপাদন বাড়াতে আগ্রহী হবে।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০১৬ সালে অফশোরে মাল্টি ক্লায়েন্ট সার্ভের কাজ শুরু হলেও কিছুটা সময় লেগেছে। সেখানে টেন্ডার প্রসেস করতে গিয়ে তিন বছর সময় লাগে আবার বৈশ্বিক মহামারি করোনার কারণে দুই বছর পিছিয়ে যায়। বর্তমানে গভীর সমুদ্রের ১৩ হাজার কিলোমিটারের ডাটা আমাদের হাতে এসেছে। যুক্তরাষ্ট্রসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ কাজ করতে আগ্রহ দেখিয়েছে।
নসরুল হামিদ বলেন, আমরা গভীর সমুদ্রে চিহ্নিত ২৪টি ব্লকের বিডিং রাউন্ড শুরু করতে যাচ্ছি। বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো বিডিংয়ে অংশ নেবে এটা প্রত্যাশা। ওপেন টেন্ডারের মাধ্যমেই কাজটি করা হবে, অনেকে যোগাযোগ করেছেন। একটি প্রতিযোগিতামূলকভাবে এ অফশোর বিডিংটি অনুষ্ঠিত হোক। আগামী সেপ্টেম্বরে বিডিং শেষ হবে বলে আশা করি।
Posted ৪:২৩ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪
desharthonity.com | Rina Sristy