নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে আরও ৪১ টাকা বেড়েছে। বর্তমানে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৪ টাকা, যা গতমাসে ছিল এক হাজার ৪৩৩ টাকা।
আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুরেটরি কমিশনে (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের অন্য সদস্যরা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy