নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র ৬২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে এ সভা হয়৷
ডিএসই’র মহাব্যস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷
ডিএসই’র জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচিত ও অনুমোদিত হয়। সভায় ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়। এছাড়াও ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে ডিএসই’র পরিচালনা পর্ষদের ১টি শূন্য পদে নির্বাচনে রিচার্ড ডি রোজারিওকে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ এ হাফিজ। ৬২তম বার্ষিক সাধারণ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা এজিএমে ডিএসই’র সাবেক চেয়ারম্যান নূর-ই-আলম সিদ্দিকী ও সাবেক ভাইস চেয়ারমান খাজা গোলাম রসূলসহ ডিএসই’র শেয়ারহোল্ডার কোম্পানির প্রতিনিধি, কোম্পানির চেয়ারম্যান, সাবেক পরিচালক এবং শেয়ারহোল্ডার/ট্রেকহোল্ডার প্রতিনিধিদের আপনজন যারা ইন্তেকাল করেছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং প্রয়াতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এজিএমে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু স্বাগত বক্তব্যে বলেন, আমাদের উদ্দেশ্য—বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সমন্বয় করে পুঁজিবাজারের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া৷ শুরু থেকেই পরিচালনা পর্ষদ সুদূরপ্রসারী পরিকল্পনাভিত্তিক নীতি কৌশল গ্রহণ করছে৷ সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের বিশেষ অঙ্গীকার৷ এজন্য আমরা প্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি৷ আমরা এই সল্প সময়ে আইসিটি নিয়ে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা অব্যাহত রেখেছি৷ আমাদের উদ্দেশ্য—দেশের পুঁজিবাজারে স্মার্ট ত্রুটিহীন লেনদেন প্ল্যাটফর্ম উপহার দেওয়া৷ সে লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি৷ আপনারা সকলেই অবগত আছেন, স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে চারটি স্তম্ভ আছে, তার মধ্যে স্মার্ট ইকোনমি হলো অন্যতম৷ স্মার্ট ইকোনমির অন্যতম প্রধান নিয়ামক হলো সমৃদ্ধ পুঁজিবাজার৷ সে লক্ষ্যেই আমরা এগোচ্ছি৷
ডিএসই’র চেয়ারম্যান বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে অটোমেটিক ও নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ১০৬ রেক সম্বলিত অতাধুনিক ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে৷ এই ডাটা সেন্টার আন্তর্জাতিক মানের রেটেড-এ সনদ লাভ করেছে৷ এর বাইরেও ডিএসই এনডিআরের অবকাঠামো তৈরি করেছে এবং বাকি কাজগুলো এগিয়ে চলেছে৷ এনডিআর প্রযুক্তিগত দুর্ঘটনা থেকে ডিএসই’র ট্রেডিং সিস্টেমসহ সকল সার্ভিস বা সিস্টেমগুলো সুরক্ষা দিবে৷ ডাটা সেন্টার এবং ডিআর প্রবর্তনের মাধ্যমে ডিএসই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশ করবে এবং ট্রেডিং প্ল্যাটফর্ম আরও বেশি সুরক্ষিত হবে৷ দেশের উন্নয়নে অবদান রাখার দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে সমৃদ্ধির ৭০ বছর ধরে সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ৷ অর্থনৈতিক তথা শিল্পোন্নয়নের জন্য বর্তমান সরকার সব সময়ই পুঁজিবাজারকে সমৃদ্ধ করছে। পুঁজিবাজারের সব দুর্যোগের সময়েই সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইক্যুইটির পাশাপাশি নতুন পণ্যভিত্তিক বৈচিত্র্যময় বাজারব্যবস্থা গড়ে তোলাসহ পলিসিগত বাজারবান্ধব বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং কমিশনারদের ধন্যবাদ জ্ঞাপন করছি।
সভায় আরও বক্তব্য রাখেন—শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম, বুলবুল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল, গ্রীনল্যান্ড ইক্যুইটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাজীব এহসান, এ্যাংকর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম নাজিম উদ্দিন, এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহা. শাহেদ ইমরান, আলী সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এম আকবর আলী, দোহা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সামসুদ্দোহা, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম, বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজজামান পুঁজিবাজারের উন্নয়নে প্রাতিষ্ঠানিক সুশাসন ও বাজার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন।
Posted ১:২৭ অপরাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy