নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
চার বছর আগে যেখানে শেষ হয়, আজ ঠিক সেখান থেকেই আবার শুরু হলো। ২০১৯ সালের ১৪ জুলাই সন্ধ্যায় লর্ডস ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই দুই দলের লড়াই দিয়ে শুরু হলো ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বোলিং নিয়েছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ছয় ওভারশেষে ৩৫/০। জনি বেয়ারস্টো ২১ ও ডেভিড মালান ১৩ রানে ব্যাট করছিলেন।
এই ম্যাচে নেই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি চোট থেকে সেরে উঠছেন। খেলবেন পরের ম্যাচে। ইংল্যান্ড দলে নেই ২০১৯ সালের বিশ্বকাপজয়ী দলের সবচেয়ে বড় তারকা বেন স্টোকস।
টস শেষে ইংল্যান্ড দলনায়ক জস বাটলার বলেছেন, টস জিতলে তিনিও বোলিং নিতেন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা একটি ভালো সিরিজ খেলেছি। দলের সবাই খুব আত্মবিশ্বাসী। বেন (স্টোকস) এই ম্যাচে নেই। তার খানিকটা চোট আছে।’
ম্যাচ শুরুর আগে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা পালনের সময় ট্রফি নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রবেশ করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও এই বিশ্বকাপের বৈশ্বিক দূত শচীন টেন্ডুলকার।
ইংল্যান্ড স্কোয়াড: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।
নিউজিল্যান্ড স্কোয়াড: উইল ইয়াং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
desharthonity.com | Rina Sristy