নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
শুধু উৎপাদনই নয়, কারখানাও বন্ধ করে দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড ও ফ্যামিলি টেক্স বাংলাদেশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল সরেজমিনে গিয়ে কোম্পানি দুটির কার্যক্রম বন্ধ পেয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসইতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির পরিদর্শক দল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির বর্তমান কার্যক্রম দেখার জন্য যায়। গিয়ে দেখে কোম্পানিটির কার্যক্রম বন্ধ।
ঠিক একই দৃশ্য দেখেছে ডিএসইর আরেক পরিদর্শক দল। এ দলটি আজ ২৭ সেপ্টেম্বর ফ্যামিলি টেক্সের বর্তমান কার্যক্রম দেখার জন্য কোম্পানির কারখানায় যায়, গিয়ে দেখে কোম্পানিটির কার্যক্রম বন্ধ।
উল্লেখ্য, পুঁজিবাজারের বেঁধে দেওয়া নিয়ম প্রতিপালন, কারসাজি, উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখতে তালিকাভুক্ত ১৪ কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ডিএসই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর এ সিদ্ধান্তে অনুমোদন দেয়।
এরপর ডিএসইর পরিদর্শক দল নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দুলামিয়া কটন এবং রিজেন্ট টেক্সটাইলের বর্তমান উৎপাদন অবস্থা দেখতে কারখানা পরিদর্শনে যায়। পরিদর্শনে এ তিন কোম্পানির কারখানা বন্ধ পায় ডিএসই। তারপর গতকাল ও আজকে দুটি কোম্পানিতে গিয়ে কারখানা বন্ধ পেয়েছে। এ নিয়ে শব্দটি কোম্পানির মধ্যে পাঁচটি কোম্পানির উৎপাদন ও কারখানা বন্ধ পেল ডিএসই।
ডিএসই পরিদর্শনের অনুমতি পাওয়া অন্য কোম্পানিগুলো হলো– ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিলস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল, ফ্যামিলি টেক্সটাইল, কেয়া কসমেটিকস, খান ব্রাদার পিপি, ঢাকা ডাইং, জাহিন স্পিনিং এবং জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Posted ১২:০৭ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy