সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মজুদ থেকে চিনি বিক্রি করবে চীন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

রাষ্ট্রীয় মজুদ থেকে চিনি বিক্রি করবে চীন

রাষ্ট্রীয় মজুদ থেকে চিনি বিক্রি করবে চীন। সাত বছরের মধ্যে এবারই প্রথম মজুদে থাকা চিনি বাজারে ছাড়বে বেইজিং। সরবরাহ ঘাটতি ও ঊর্ধ্বমুখী বাজার বাস্তবতার মুখে এ সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটির মজুদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর তারা ১ লাখ ২৬ হাজার ৭০০ টন চিনি নিলামে বিক্রি করবে। খবর রয়টার্স।

বৈরী আবহাওয়ায় ভারতসহ প্রধান চিনি উৎপাদনকারী দেশগুলোয় পণ্যটির উৎপাদন কমে গেছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেড়ে গেছে। এ অবস্থায় সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখতে চায় চীন। আর তাই ২০১৬ সালের পর প্রথমবারের মতো রিজার্ভ থেকে নিলামে চিনি বিক্রি করতে যাচ্ছে দেশটি।

 

কমোডিটি ম্যানেজমেন্ট সেন্টার জানিয়েছে, নিলামে ২৬ হাজার ৭০০ টন পুরনো সাদা চিনির টনপ্রতি ভিত্তি মূল্য (ফ্লোর প্রাইস) ধরা হবে ৬ হাজার ৫০০ ইউয়ান (৮৯০ ডলার ৪০ সেন্ট)। আর ২০২৩ সালে উৎপাদিত এক লাখ টন সাদা চিনির ভিত্তিমূল্য ধরা হবে টনপ্রতি ৭ হাজার ৩০০ ইউয়ান (৯৯৯ ডলার ৯৫ সেন্ট)।

 

এদিকে শীর্ষ উৎপাদক দেশ ব্রাজিলে এখনো চিনির মজুদ নিম্নমুখী। মূলত বৃষ্টির কারণে দেরিতে আখ সংগ্রহ শুরু করায় চিনি উৎপাদনে বিলম্ব হয়েছে, যা মজুদে নেতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে, ইউরোপ, পাকিস্তান, থাইল্যান্ড, চীন ও মেক্সিকোয় উৎপাদনে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সাম্প্রতিক এ খবরে পণ্যটির আন্তর্জাতিক সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রধান উৎপাদক দেশগুলো রফতানি কমিয়ে দিলে নিউইয়র্ক ও লন্ডনসহ বিশ্ববাজারে দাম আরো বাড়বে। ব্যবসায়িক গ্রুপ সুকডেন এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী ১২ মাসে পণ্যটির দাম প্রতি পাউন্ডে বেড়ে দাঁড়াতে পারে ২২ থেকে ৩০ সেন্টের মধ্যে।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com