নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
রাষ্ট্রীয় মজুদ থেকে চিনি বিক্রি করবে চীন। সাত বছরের মধ্যে এবারই প্রথম মজুদে থাকা চিনি বাজারে ছাড়বে বেইজিং। সরবরাহ ঘাটতি ও ঊর্ধ্বমুখী বাজার বাস্তবতার মুখে এ সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটির মজুদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর তারা ১ লাখ ২৬ হাজার ৭০০ টন চিনি নিলামে বিক্রি করবে। খবর রয়টার্স।
বৈরী আবহাওয়ায় ভারতসহ প্রধান চিনি উৎপাদনকারী দেশগুলোয় পণ্যটির উৎপাদন কমে গেছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেড়ে গেছে। এ অবস্থায় সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখতে চায় চীন। আর তাই ২০১৬ সালের পর প্রথমবারের মতো রিজার্ভ থেকে নিলামে চিনি বিক্রি করতে যাচ্ছে দেশটি।
কমোডিটি ম্যানেজমেন্ট সেন্টার জানিয়েছে, নিলামে ২৬ হাজার ৭০০ টন পুরনো সাদা চিনির টনপ্রতি ভিত্তি মূল্য (ফ্লোর প্রাইস) ধরা হবে ৬ হাজার ৫০০ ইউয়ান (৮৯০ ডলার ৪০ সেন্ট)। আর ২০২৩ সালে উৎপাদিত এক লাখ টন সাদা চিনির ভিত্তিমূল্য ধরা হবে টনপ্রতি ৭ হাজার ৩০০ ইউয়ান (৯৯৯ ডলার ৯৫ সেন্ট)।
এদিকে শীর্ষ উৎপাদক দেশ ব্রাজিলে এখনো চিনির মজুদ নিম্নমুখী। মূলত বৃষ্টির কারণে দেরিতে আখ সংগ্রহ শুরু করায় চিনি উৎপাদনে বিলম্ব হয়েছে, যা মজুদে নেতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে, ইউরোপ, পাকিস্তান, থাইল্যান্ড, চীন ও মেক্সিকোয় উৎপাদনে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সাম্প্রতিক এ খবরে পণ্যটির আন্তর্জাতিক সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রধান উৎপাদক দেশগুলো রফতানি কমিয়ে দিলে নিউইয়র্ক ও লন্ডনসহ বিশ্ববাজারে দাম আরো বাড়বে। ব্যবসায়িক গ্রুপ সুকডেন এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী ১২ মাসে পণ্যটির দাম প্রতি পাউন্ডে বেড়ে দাঁড়াতে পারে ২২ থেকে ৩০ সেন্টের মধ্যে।
Posted ১:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | munny akter