নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ২৩ দশমিক ১৬ শতাংশ কমেছে। এতে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর হারানোর তালিকায় প্রথম স্থানে রয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ৬৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা। গত ২৫ জুন ডিএসইতে মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর ছিল ৩৯ টাকা ১০ পয়সা। এরপর গত ২ আগস্ট এ দর বেড়ে দাঁড়ায় ৪৪ টাকা ৭০ পয়সায়। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ২৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। মেট্রো স্পিনিংয়ের কারখানায় উৎপাদন কার্যক্রম এক বছর বন্ধ থাকবে বলে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি।
Posted ১২:২৬ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | munny akter