সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি বিষয়ক সংলাপে বক্তারা

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কৃষিতে বাড়াতে হবে জৈবপ্রযুক্তির উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কৃষিতে বাড়াতে হবে জৈবপ্রযুক্তির উদ্ভাবন

বাংলাদেশে খাদ্য সরবরাহের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করতে এবং এর সঙ্গে খাপ খাইয়ে নিতে কৃষিতে জৈবপ্রযুক্তি উদ্ভাবনে গুরুত্ব বাড়াতে হবে। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) আয়োজিত ‘জলবায়ু স্মার্ট কৃষি এবং উদ্ভাবনী জৈবপ্রযুক্তির যোগসূত্র’ বিষয়ক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স নেথান ফ্লুক ও বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার উদ্বোধনী অধিবেশনে কৃষি খাতে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার জন্য নির্ভুল জৈবপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।

চার্জ ডি’অ্যাফেয়ার্স ফ্লুক কৃষিতে সহনশীলতা তৈরি ও বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বাড়ানোর নিরাপদ হাতিয়ার হিসেবে কৃষিতে জৈবপ্রযুক্তি গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, “বাইডেন প্রশাসন জৈবপ্রযুক্তিগত উদ্ভাবনকে সুরক্ষা এবং সমর্থনের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে।”বিভিন্ন সরঞ্জাম কৃষকদের কাছে যত দ্রুত সম্ভব ব্যবহার উপযোগী করে তুলতে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক ব্যবস্থা বৈজ্ঞানিক ঝুঁকিভিত্তিক পদ্ধতি ব্যবহার করে।

চার্জ ডি’অ্যাফেয়ার্স ফ্লুক জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বিশ্বে অন্যতম ঝুঁকিপূর্ণ। বিজ্ঞানীরা জৈবপ্রযুক্তি ব্যবহার করে, পরিবর্তনশীল পরিবেশে সাড়া দিতে সক্ষম নতুন উদ্ভিদের জাত প্রবর্তনের হারকে ত্বরান্বিত করতে পারে। যুক্তরাষ্ট্র দূতাবাস এই নতুন প্রযুক্তি গ্রহণে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।

কৃষিসচিব ওয়াহিদা আক্তার বলেন, বন্যা, খরা, ঘুর্ণিঝড় ও অতিবৃষ্টিসহ জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন কারণে বাংলাদেশের কৃষিখাত হুমকির মধ্যে রয়েছে। বাংলাদেশের প্রায় অর্ধেক কর্মসংস্থানই কৃষিতে। ফলে কৃষিতে জৈবপ্রযুক্তির ব্যাবহার বাড়াতে হবে। বাংলাদেশের কৃষিকে এখনো টেকসই বলা যাবে না।

এ সময় তিনি দেশের জন্য কাজ করতে বিজ্ঞানীদের প্রতি আহবান জানান। বলেন, আমাদের গবেষক আছেন। কিন্তু বড় অংশই ব্যক্তিগত প্রোফাইলের জন্য কাজ করেন। এর বাইরে খুব কম সংখ্যক বিজ্ঞানী দেশের জন্য কাজ করেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে কৃষিকে এগিয়ে নেয়া যায় তার জন্য সবাইকে দেশের কথা চিন্তা করে দেশের জন্য কাজ করতে হবে।

তিনটি কারিগরি সেশনে বিজ্ঞানী, শিক্ষাবিদ, নিয়ন্ত্রক ও নীতিনির্ধারকরা জৈবপ্রযুক্তি সম্পর্কিত নতুন নীতি ও গবেষণা ভাগ করে নেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com