সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি আবহমান বাংলার চিরায়ত বৈশিষ্ট্য: স্পিকার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

সাম্প্রদায়িক সম্প্রীতি আবহমান বাংলার চিরায়ত বৈশিষ্ট্য: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আবহমান বাংলার চিরায়ত বৈশিষ্ট্যই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সোনার বাংলায় যে কোনো ধর্মীয় উৎসবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সবার এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়। আর এই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত পীরগঞ্জ।

শনিবার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশ পীর কালী মন্দির চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সেখানে ধর্মীয় আলোচনা, ভজন কীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ‘জয় মা সৎসঙ্গ’। খবর বাসসের।

স্পিকার বলেন, পীরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে। মা-বোনসহ পরিবারের সবাই মিলে যেন ভাবগাম্ভীর্য সহকারে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেজন্য সবাইকে সচেষ্ট হতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনে উদ্যোগী হতে হবে।

পীরগঞ্জ উপজেলার খালাশ পীর কালী মন্দিরের সভাপতি দুলাল সিংহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ৫ নম্বর মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সেলিম মণ্ডল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৯ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com