নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় ঢুকতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল।
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানির সর্বশেষ অবস্থা জানতে সম্প্রতি ডিএসইর একটি পরিদর্শক দল নর্দার্ন জুটের কারখানা পরিদর্শনে যান। কিন্তু কোম্পানিটির কারখানা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় দলটি ভেতরে ঢুকতে পারেনি। তাই কারখানার উৎপাদনের সর্বশেষ অবস্থাও জানতে পারেনি।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির ২১ লাখ ৪২ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে ১৫ দশমিক ০৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮৪ দশমিক ৯১ শতাংশ শেয়ার।
এই শেয়ারহোল্ডারদের গত তিন বছর ধরে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। নর্দার্ন জুটের শেয়ার দাম মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২১২ টাকা ৮০ পয়সায়।
Posted ১২:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy