নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
সম্ভাবনাময় ‘স্টার্টআপ’ উদ্যোক্তাদের উদ্যোগ, প্রকল্পের অনুকূলে ব্যাংক বিনিয়োগ সহজলভ্যকরণ, নতুন উদ্যোক্তা তৈরি, পৃষ্ঠপোষকতা প্রদান এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক তিনজন নতুন ‘স্টার্টআপ’ উদ্যোক্তার অনুকূলে ৪ শতাংশ মুনাফা হারে মোট ১.১০ কোটি টাকা বিনিয়োগ প্রদান করেছে।
এ বিষয়ে রোববার (৩ সেপ্টেম্বর) শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে মতবিনিময় ও উন্মুক্ত চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম, এসইভিপি ও সিএফও মো. জাফর ছাদেক, এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিমসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | munny akter