নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ভারতের পর এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমার। আগামী দেড় মাস এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির চাল ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সংগঠন মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ)।
এআরএফের এক জ্যেষ্ঠ সদস্য রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ‘অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আপাতত চাল রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ থেকে আগামী ৪৫ দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।’
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ মিয়ানমার। দেশটি বছরে ২০ লাখ টনের বেশি চাল রপ্তানি করে। বাংলাদেশও মিয়ানমার থেকে চাল আমদানি করে থাকে।
গত মাসে বাসমতি ব্যতীত অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এ নিষেধাজ্ঞার প্রভাবে চলতি মাসেই আন্তর্জাতিক বাজারে চালের সরবরাহ কমেছে ১ কোটি টন। শতকরা হিসেবে এ ঘাটতির হার ২০ শতাংশ।
এদিকে, ভারত চাল রপ্তানি স্থগিতের পর থেকে আন্তর্জাতিক বাজারে বাড়ছে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম। সূত্র: রয়টার্স
Posted ২:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০২৩
desharthonity.com | Rina Sristy