নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৷
একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় ডিএসইর পক্ষ থেকে আগারগাঁও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানায় এতিমদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া করা হয়।
মঙ্গলবার দুপুরে ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে ডিএসইর প্রতিনিধি দল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আর এতিমদের মধ্যে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, আগস্ট মাস শোকের মাস। শোকাবহ আগস্টের স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার অংশ হিসেবে আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, মো. শহীদুল ইসলাম, মো. শাকিল রিজভী, মো. শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৪:০২ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
desharthonity.com | Rina Sristy