নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) ও দ্বিতীয় প্রান্তিকের ( এপ্রিল-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ কমেছে।
রোববার (১৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অর্ধবার্ষিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭১৭ কোটি ৯০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ৮১৬ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ৯৮ কোটি ৩৮ লাখ টাকা কমেছে।
এছাড়া, চলতি হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ কোটি ৫১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ৭৫৬ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ৬২ কোটি ৫৪ লাখ টাকা কমেছে।
Posted ১:২০ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter