নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
চলতি সপ্তাহের মঙ্গলবারের পর শেষ কার্যদিবসে আবারও ৪০০ কোটির নিচে নামল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ। এ ছাড়া কমেছে একটি সূচকের মান।
বৃহস্পতিবার (১০ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ডিএসইতে বৃহস্পতিবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩৮ কোটি ২১ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার।
তবে ডিএসইতে এদিন একটি বাদে বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৭ দশমিক ২৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪২ দশমিক ৯৩ পয়েন্টে।
তবে কমেছে ডিএসইএস সূচকের মান। সূচক কমেছে শূন্য দশমিক ৯৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩৬৮ দশমিক ০৫ পয়েন্টে।
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, দেশবন্ধু পলিমার, রূপালী লাইফ ইন্সুরেন্স, সি পার্ল, লিগাসি ফুটওয়ার ও লিগাসি ফুটওয়ার ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
ডিএসইতে বৃহস্পতিবার ৩২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭২টি কোম্পানির, কমেছে ৮৪টির ও অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানির শেয়ারের দাম।
Posted ৫:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter