নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ জুলাই ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আজ সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হামিদা রহমান।
এসময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান চম্পা রহমান, প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, পরিচালক মোহাম্মদ মাসুম, মনোনীত পরিচালক বিশ্বজিৎ সাহা, প্রদীপ করণ, একেএম কামরুজ্জামান, এম মফিজুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদসহ কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশিম এবং সাধারণ শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব মোহাম্মদ আহসানউল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরের পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিস্থিতির বিবরণ দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশিম।
আলোচ্য বছরে কোম্পানির বার্ষিক প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রস প্রিমিয়াম ২০২১ সালের তুলনায় ছয় কোটি ৯৬ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৫৫ কোটি ৫৯ লাখ টাকা হয়েছে। যা ২০২১ সালে ছিলো ৪৮ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া অবলিখন মুনাফা ২০২২ সালে হয়েছে ১৩ কোটি ৪৩ লাখ হয়েছে যা ২০২১ সালে ছিল ১৩ কোটি ৭১ লাখ টাকা প্রায়। ২০২২ সালে কোম্পানির করপূর্ববর্তী মূনাফা হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ২০ কোটি ৮৩ লাখ টাকা। আলোচ্য বছর কোম্পানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৪ কোটি ৬৫ লাখ টাকা । যা ২০২১ সালে ছিলো ২৫৬ কোটি ১৬ লাখ টাকা।
বছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩.৩৬ টাকা। আগের বছর ইপিএস ও এনএভি ছিল যথাক্রমে ৩.৬৪ টাকা এবং ২৩.১৪ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পর্যালোচনান্তে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা সভায় উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অন্যান্য কর্মসূচীর সাথে অনুমোদিত হয়।
Posted ৪:০৯ অপরাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy