নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ জুলাই ২০২৩ | প্রিন্ট
বরাবরের মতো চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ের ব্যবসায়ও বড় মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো। এতে অর্ধবার্ষিক (জানুয়ারি থেকে জুন) হিসাবে কোম্পানিটির মুনাফা গত বছরের তুলনায় বেড়েছে। তবে তিন মাসের হিসাবে মুনাফা কিছুটা কমেছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৯ টাকা ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৯ টাকা ২০ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা ৬ পয়সা বেড়েছে।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭ টাকা ৫৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৯৩ পয়সা। অর্থাৎ ছয় মাসের হিসাবে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৬৬ পয়সা।
কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৩ টাকা ৮৫ পয়সা, যা ২০২২ সালের জুন শেষে ছিল ৭০ টাকা ৬ পয়সা।
অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ৭৭ পয়সা।
Posted ১:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy