নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লভ্যাংশ বিতরণের কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার বিধান রয়েছে। তবে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের লভ্যাংশ বিতরণের কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয়নি।
বুধবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ জমা দেওয়ার কোনও তথ্য ডিএসইতে জমা দেয়নি। এ কারণে ডিএসই একটি তদন্ত রিপোর্ট পাঠিয়েছে।
আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।
Posted ১:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy