নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ জুন ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি ঘোষিত বোনাস ও নগদ লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এবং ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে।
কোম্পানি পাঁচটি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ব্র্যাক ক্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
রোববার (২৫ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিগুলোর ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস ও নগদ লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও এবং ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
আলোচ্য হিসাব বছরে শাহজালাল ইসলামী ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
উত্তরা ব্যাংক ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
ব্র্যাক ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
Posted ২:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩
desharthonity.com | Rina Sristy