সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ কৌশলগত সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ | প্রিন্ট

ভারত-বাংলাদেশ কৌশলগত সংলাপ শুরু

ভারতের দিল্লিতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‌‘ভারত-বাংলাদেশ কৌশলগত সংলাপ’। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অনন্ত অ্যাস্পেন সেন্টারের যৌথ উদ্যোগে বেসরকারি পর্যায়ে (ট্র্যাক-২) দ্বিতীয় সংলাপ এটি।

এর আগে ২০২২ সালের ১৮ মে প্রথম সংলাপটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। বুধবার (২১ জুন) এক বিবৃতিতে সিপিডির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য এই সংলাপে উভয় দেশের নাগরিক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিবৃন্দ, নীতি বিশেষজ্ঞ এবং বিভিন্ন অংশীজনরা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ থেকে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শহীদুল হক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ম তামিম এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামস মাহমুদ অংশ নেবেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপরে সংলাপ আয়োজন করে আসছে। ইতিপূর্বে সিপিডি ভারতের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানসমূহের সাথে যৌথভাবে ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এ ধরনের মোট ১৬টি সংলাপ ঢাকা এবং দিল্লিতে আয়োজন করে।

দিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের সংলাপে সমসাময়িক বিবেচনায় গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এসব ইস্যুগুলোর মধ্যে রয়েছে বিকাশমান ভূরাজনৈতিক পরিস্থিতির আলোকে বিবর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা যেমন সড়ক যোগাযোগ, রেলপথ, নদী ও উপকূলীয় বন্দর ব্যবস্থা, পানি বণ্টন এবং ডিজিটাল কানেকটিভটি। এছাড়াও যেসব ইস্যুতে মতবিনিময় হবে তার মধ্যে রয়েছে আর্থিক খাতে সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com