সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধারাবাহিক দরপতনে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

ধারাবাহিক দরপতনে কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ ফেব্রুয়ারি’২৩-১৬ ফেব্রুয়ারি’২৩) ধারাবাহিক দরপতনে কমেছে টাকার অংকে লেনদেন। তবে লেনদেন বাড়লেও বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সামান্য পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে ডিএসইএক্স ৩৭ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২৪৬ দশমিক ২১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৫ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৩৬৬ দশমিক ৬২ পয়েন্টে। এছাড়া ডিএসই৩০ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৪ দশমিক ২০ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লোদন হওয়া ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির, দর কমেছে ১৫১টির ও অপরিবর্তিত রয়েছে ১৯৭টি কোম্পানির। লেনদেন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে এক হাজার ১৩২ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা বা ৩৪ দশমিক ৯১ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪২২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৬৪৮ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৮৪৮ কোটি ৬৯ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৭ হাজার ৫০ কোটি ১৫ লাখ টাকায় টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ২০১ কোটি ৪৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সপ্তাহটিতে সিএসইর সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৫৭ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৪২৭ দশমিক ৯৫ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ১৭ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ৩৪ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৫৮ শতাংশ এবং সিএসইআই সূচক দশমিক ৫৫ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে- ১ হাজার ৩২৬ দশমিক শূন্য ৯ পয়েন্টে, ১৩ হাজার ৩১৯ দশমিক ৯৯ পয়েন্টে, ১১ হাজার ৪৬ দশমিক ৭৩ পয়েন্টে এবং ১ হাজার ১৬৪ দশমিক ৮২ পয়েন্টে।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৩৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২৮ কোটি ৮২ লাখ টাকা বা ৪৪ দশমিক ১০ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৭ লাখ ৩০ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৭ কোটি ৬ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ২৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯টির, দর কমেছে ৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ১০৬টি কোম্পানির।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com