নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
মুনাফা থেকে বড় লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (বিডি ল্যাম্পস)। কোম্পানির ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বুধবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ২১ পয়সা। অথচ ২০২২ সালের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছিল ১ টাকা ৫৩ পয়সা।
সে হিসেবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে ৩ টাকা ৭৪ পয়সা।
শুধু মাত্র তৃতীয় প্রান্তিকে লোকসানের কারণে চলতি অর্থবছরের আর্থিক প্রতিবেদনে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে গত তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই ২০২২ থেকে মার্চ ২০২৩ সময়ে) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ০৭ পয়সা। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় বা মুনাফা ছিল ৫ টাকা ৬৬ পয়সা।
এর ফলে ২০২১ এবং ২০২২ সালের পর আবারও লোকসানের মুখে পড়েছে কোম্পানিটি। গত দুই যথাক্রমে কোম্পানির ইপিএস ছিল ৫ টাকা ১০ পয়সা এবং ৮ টাকা ৭৮ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ অর্থাৎ ২ টাকা করে লভ্যাংশ দিয়েছিল।
তবে তার আগের বছর ২০২০ সালে লোকসান ছিল ৯ টাকা ৮৮ পয়সা।
চলতি অর্থবছরের ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮১ টাকা ২৫ পয়সা।
১৯৮১ সালে তালিকাভুক্ত কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ২৬ হাজার ৫১টি। কোম্পানির শেয়ার বুধবার দিনের শুরুতে লেনদেন হয় ২৬৯ টাকা ৩০ পয়সাতে।
Posted ১:০২ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy