সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাফার্জহোলসিম বাংলাদেশের নতুন সিইও

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

লাফার্জহোলসিম বাংলাদেশের নতুন সিইও

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের বোর্ড (এলএইচবিএল) কোম্পানির নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ ইকবাল চৌধুরী। তিনি এলএইচবিএলের প্রথম বাংলাদেশি সিইও। মোহাম্মদ ইকবাল চৌধুরী রাজেশ সুরানার স্থলাভিষিক্ত হবেন।

বহুজাতিক কোম্পানিতে বাইশ বছরের বিস্তৃত ক্যারিয়ারে মোহাম্মদ ইকবাল চৌধুরী একজন অভিজ্ঞ পেশাদার ব্যক্তিত্ব। তিনি ২০১৭ সাল থেকে এলএইচবিএল-এর সিএফও ছিলেন এবং সম্প্রতি চিফ অপারেটিং অফিসার হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন।

মোহাম্মদ ইকবাল চৌধুরীর নিয়োগে এলএইচবিএল-এর চেয়ারম্যান ক্রিস্টফ হ্যাসিগ বলেছেন, আমি আনন্দিত যে ইকবাল বাংলাদেশে এলএইচবিএলের নেতৃত্ব নিচ্ছেন। বোর্ড বিশ্বাস করে যে ইকবাল কোম্পানির জন্য খুবই উপযুক্ত এবং পরবর্তী পর্যায়ে ব্যবসায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যথেষ্ট যোগ্য। কারণ আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী এবং টেকসই বিল্ডিং সলিউশন কোম্পানিতে পরিণত হওয়ার জন্য পরিবর্তনটি চালিয়ে যাচ্ছি।

এর আগে ইকবাল চৌধুরী ম্যারিকো বাংলাদেশের সিএফও ছিলেন। এছাড়া তিনি বার্জার পেইন্টস এবং অ্যাভেরি ডেনিসনেও কাজ করেছেন। তিনি ফিন্যান্সে এমবিএ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজের (আইসিএসবি) ফেলো সদস্য।

প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com