সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকে ইফতার পার্টি নিষিদ্ধ করলো কেন্দ্রীয় ব্যাংক 

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ব্যাংকে ইফতার পার্টি নিষিদ্ধ করলো কেন্দ্রীয় ব্যাংক 

রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোকে চলতি রমজান মাসে ইফতার পার্টি আয়োজন করতে নিষেধ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

রোববার (২ এপ্রিল) সকালে কেন্দ্রীয় ব্যাংকে ত্রৈমাসিক ব্যাংকার্স সভায় খরচ কমানোর অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়।

প্রচলিত রীতি অনুযায়ী, প্রত্যেক ব্যাংকই রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করে। চলতি বছর বেশ কয়েকটি ব্যাংক ইতোমধ্যে ইফতার পার্টি করেছে।

ব্যাংকগুলোর খরচ কমানোর অংশ হিসেবে এর আগে বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছিল। এর মধ্যে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) জন্য কেনা গাড়ি ন্যূনতম পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর ব্যবহার করার নির্দেশনা উল্লেখযোগ্য।

এর আগে আরেক নির্দেশনায় ব্যাংকগুলোর জন্য সব ধরনের গাড়ি কেনা বন্ধের পাশাপাশি ভ্রমণ, আপ্যায়ন, আসবাব, বৈদ্যুতিক সরঞ্জাম, মনিহারি সামগ্রী, কম্পিউটার ও আনুষঙ্গিক জিনিস কেনা বাবদ খরচ কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়।

এছাড়া ডলার সংকট কাটাতে ডলার খরচ করে ব্যাংকারদের সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ নিষিদ্ধ করে বাংলাদেশ ব্যাংক।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com