সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকা ফেরত পেতে ফের পিপলস লিজিং’র আমানতকারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট

টাকা ফেরত পেতে ফের পিপলস লিজিং’র আমানতকারীদের মানববন্ধন

পিপলস লিজিং এর ব্যক্তি ও ক্ষুদ্র গ্রাহকরা টাকা ফেরত পেতে আবারও মানববন্ধন করেছেন। এসময় তারা লাভসহ টাকা ফেরতের দাবি জানান।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বক্স কালভার্ট রোডে পিপলস লিজিং কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান তারা। এসময় অর্ধশতাধিক ব্যক্তি মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে তারা বলেন, দুই বছরে বোর্ড কী করেছে, আমরা জানি না। তারা টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিতে পারেনি। পিপলস লিজিং আমানতকারীদের কারণে বন্ধ হয়নি। এটি বন্ধ হওয়ার দায় বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই এড়াতে পারবে না। আমাদের টাকা ফেরত দিতে হবে। অবশ্যই লাভসহ দিতে হবে। বোর্ড কবে টাকা ফেরত দেবে, সেটিও বলতে হবে।

ক্ষোভ জানিয়ে তারা বলেন, বোর্ড সদস্যরা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সম্মানি নেন। পিপসল লিজিংয়ের সম্পদ ক্রোক করেনি, খেলাপিদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বোর্ড মাসে তিনটা মিটিং করে। সেখানে আলোচনায় আসে কীভাবে কর্মকর্তা-কর্মচারীর বেতন-বোনাস বাড়ানো যায়। অথচ আমানতকারীদের অবস্থা করুণ। তারা টাকা রেখে পথে পথে ঘুরছে।

এক আমানতকারী বলেন, আমি আর সহ্য করতে পারছি না। আমার সারাজীবনের জমানো টাকা দিয়ে কেনা ফ্ল্যাটটি বিক্রি করে ছোট্ট একটা বাসায় থাকি। আমার সন্তানের পড়ালেখার খরচ দিতে পারি না। সংসার চালাতে কষ্ট হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে দাম বেড়েছে আসন্ন রোজা কীভাবে চলবো?

এরই মধ্যে ১৪ জন আমানতকারী মারা গেছেন জানিয়ে তারা বলেন, অসুস্থ রয়েছেন অনেকেই। পিকে হালদারসহ আর্থিক অনিয়মে জড়িতদের শাস্তি দিতে হবে।

মানববন্ধন শেষে পিপলস লিজিং-এর বর্তমান বোর্ডকে স্মারকলিপি দেন তারা। এ নিয়ে ১৪ বার মানববন্ধন ও স্মারকলিপি দিলেন ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীরা।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com