নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট
বিদায়ী বছরের সমাপনী হিসাবে নানা খাতে অগ্রগতি হয়েছে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের। ২০২২ সালের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, বছরটিতে প্রথমবর্ষ প্রিমিয়াম বাবদ ১২ কোটি ৫ লক্ষ টাকা এবং নবায়ন প্রিমিয়াম বাবদ ৫ কোটি ১০ লক্ষসহ মোট ১৭ কোটি ১৫ লক্ষ টাকার প্রিমিয়াম সংগ্রহ করেছে কোম্পানিটি।
এই মূহূর্তে কোম্পানির এফডিআর রয়েছে ১৪ কোটি ২৫ লাখ টাকা। এরমধ্যে ট্রেজারি বন্ড আছে দেড় কোটি টাকার। বিগত বছরে ২ কোটি ৫০ লক্ষ টাকার নানা ধরনের বীমা দাবি পরিশোধ করেছে ডায়মন্ড লাইফ। এই মুহূর্তে কোনো দাবি অপরিশোধিত নেই বলে জানিয়েছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পিপলু বিশ্বাস। ২০২২ সালের হিসাব সমাপনীতে লাইফ ফান্ডের নেতিবাচক অংক থেকে উঠে এসেছে কোম্পানিটি। ২০২১ সালের চেয়ে ব্যবস্থাপনা ব্যয়ও কমেছে কোম্পানিটির।
ডায়মন্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জানান, পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে ইতিমধ্যে ইস্যু ম্যানেজার নিয়োগ দেয়া হয়েছে। ২৪ সাল নাগাদ আইপিওতে আসার পরিকল্পনা নিয়ে অন্যান্য কাজ এগিয়ে নিচ্ছে কোম্পানিটি।
মুখ্য নির্বাহী কর্মকর্তা পিপলু বিশ্বাস বলেন, বীমা দাবি পরিশোধে সব ধরনের সক্ষমতা রয়েছে ডায়মন্ড লাইফের।
কোম্পানির চেয়ারম্যান মহোদয়ও কোম্পানিকে এগিয়ে নিতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন, তিনিও কাজ করে যাচ্ছেন।
আমরা আমাদের কর্মীদের যুগোপযোগি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। কোম্পানির সমস্ত কার্যক্রম এখন অটোমেটেড। গ্রাহকদের প্রিমিয়াম আত্মসাত বা বেহাত হওয়ার কোনো সুযোগ নেই। ফলে দিন দিন ডায়মন্ড লাইফে গ্রাহকের আস্থা বাড়ছে।
Posted ৮:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
desharthonity.com | Rina Sristy