নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৮তম আসরের। মাসব্যাপী চলা এই মেলা গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়। শেষ দিনে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল। এবারের মেলা শুরুর প্রায় প্রথমদিন থেকে আবহাওয়াও ছিল মেলার অনুকূলে, যা শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল। ফলে গতকালও নানা বয়সের ক্রেতা-দর্শকের সমাগম হয় মেলায়। বিক্রিও হয়েছে বেশ। এতে রোদমাখা হাসি ছিল ব্যবসায়ীদের মুখে।
এবারের বাণিজ্য মেলা শেষে রপ্তানি আদেশ লাভ ও নগদ বিক্রি দুটোই বেড়েছে। রপ্তানি আদেশ পাওয়া গেছে ৩ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার বা ৩৯১ কোটি ৮২ লাখ টাকার। আর এবার নগদ বেচাকেনা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকার। ব্যাংক বীমা অর্থনীতির হিসাব মতে, এবারের মেলায় পণ্য বেচাকেনা হয়েছে গতবারের তুলনায় ১৫ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, ২০২৩ সালে বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল প্রায় তিন কোটি ডলারের। ওই বছর নগদ কেনাবেচা হয় প্রায় ১০০ কোটি টাকার। সেই হিসাবে এবার রপ্তানি আদেশ ১৭ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। গতকাল ঢাকার অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির পক্ষ থেকে এবারের মেলার বিস্তারিত জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইপিবি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে জ্যেষ্ঠ বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম ও ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ।
ইপিবি জানায়, এ বছর মেলায় মোট ৩০৪টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের মোট ৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের সংখ্যা ছিল ৩৫১টি; যা বিগত বছরে ছিল ৩৩১টি।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম গতকালের সমাপনী অনুষ্ঠানে জানান, এ বছরের বর্ষপণ্য হস্তশিল্প। এই হস্তশিল্পকে সারাবছর প্রচার করা হবে। এছাড়া প্রতিটি গ্রামে হস্তশিল্প পণ্য তৈরিতে সহায়তা করবে সরকার। এতে সারাদেশে ৬ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে।
উল্লেখ্য, প্রতি বছরই বাণিজ্য মেলায় কোনো না কোনো দেশীয় পণ্যের প্রমোশনের জন্য বর্ষপণ্য ঘোষণার রেওয়াজ থাকায় এবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় এ খাতে বিশেষ নজর দিতে হস্তশিল্পকে ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেন। দেশীয় পণ্যের প্রচার-প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজিত হয়ে আসছে। এবার বাণিজ্য মেলা শুরু হয়েছে ২১ জানুয়ারি। ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী দেশে পণ্য প্রর্শনীর সবচেয়ে বড় এ আয়োজনের উদ্বোধন করেন। অন্যান্যবার ১ জানুয়ারি থেকে এ মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়ে গেছে।
Posted ৮:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy