নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিএসইসির ৯০০ তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ১জ:২ অনুপাতে ৩ কোটি ৯৯ লক্ষ ৩ হাজার ৩০৪ টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৯২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ১২০ টাকা উত্তোলন করবে।
কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ৩০ টাকা।
কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেশন, নেটওয়ার্ক কভারেজ এক্সপেনশন ও রাইট ইস্যু সংক্রান্ত খরচ করবে।
রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ৩০ শে জুন, ২০২৩ ইং তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৩৮ টাকা ১১ পয়সা এবং শেয়ার প্রতি আয় ৩ টাকা ৬৪ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড।
Posted ৮:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy