নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশব্যাপী কর্মরত মাঠ পর্যায়ের উনয়ন্ন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে পাঁচ দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে পলিসি বিপণনের কৌশল নিয়ে উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন ভারতের প্রখ্যাত ট্রেইনার চন্দ্রানী সরকার।
গতকাল কর্মশালার তৃতীয় দিনের শেষ সেশনে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ট্রেইনার চন্দ্রানী সরকার, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মাদ মুনীরুজ্জামান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কোষাধ্যক্ষ ও দৈনিক জনকন্ঠের বিজনেস এডিটর রহিম শেখ, ভারতীয় প্রশিক্ষক রাকেশ আগরওয়াল ও কোম্পানির বৃহত্তর ঢাকা এরিয়ার উন্নয়ন প্রধান বাহার উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।
Posted ৯:১০ অপরাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy